![]() |
নিজের সব দুঃখ- কষ্টগুলোকে ভাগ করে নেবে কথা দিয়েছিলে সেদিন,
কিন্তু তুমি তোমার দেওয়া কথাগুলো কিভাবে বেমালুম ভুলে গেলে?
এক কথায় অস্বীকার করে বসলে।
সত্যি আমি যতটা না কষ্ট পেয়েছি তার চেয়ে অবাক হয়েছি বেশী,
যে মানুষটিকে এমন কোন কথা নেই আমি বলিনা,
এমন কোন সুখ- দুঃখ নেই যা আমি ভাগ করিনা,
ভালোবাসার মানুষটিকে আপন ভেবে সব কিছু বলা যায়।
কিন্তু আজ তুমি আমাকে এক কথায় পর করে দিলে।
আমি বুঝে নিলাম আমার মূল্য তোমার কাছে কতটা?
আমি তোমাকে জোর করবোনা,
ভেবে নিবো তোমার সুখ- দুঃখ ভাগ করে নেওয়ার মতো
যোগ্যতা আমার নেই।
No comments :
Post a Comment