Social Icons

s

Pages

ভালোবাসা কখনও শেষ হয়না

ভালোবাসা কখনও শেষ হয়না।
এটা কেবল এক রূপ থেকে অন্য রূপে বদলায়।
আমি জানিনা আমার
ভালোবাসা কতটা সার্থক ছিল তোমার কাছে ,
তবে এটুকু বলতে পারি এতে নেই কোন মিথ্যা,
নেই কোন ছলনা।
ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে সব কিছুই পরিবর্তনশীল।



এই বদলে যাওয়ার পিছনেও ভালোবাসাই কাজ করে ,



তাইতো আজ তুমি বদলে গেছো।
সব কিছুর সাথে সাথে তোমার ভালোবাসার
মানুষকেও পরিবর্তন করেছো।
এক বারও ভাবোনি তোমার এই পরিবর্তন
আর অবেহেলিত ভালোবাসা আমার
জীবনকেও কতটা পরিবর্তন করবে ?
তবুও বলবো তোমাকে আজও ভালোবাসি ,
ভালবাসতাম,ভালবাসবো।

No comments :

Post a Comment