Social Icons

s

Pages

আমি এতো যে তোমায় ভালবেসেছি

আমি এতো যে তোমায় ভালবেসেছি
তবু মনে হয় এ যেন গো কিছু নয়...
কেন আরও ভালবেসে যেতে পারে না হৃদয়

তোমার কাজল চোখে যে গভীর ছায়া কেঁপে ওঠে ঐ
তোমার অধরে ওগো যে হাসির মধুমায়া ফোটে ঐ
তারা এই অভিমান বোঝেনা আমার
বলে তুমি তো আমায় ভালবেসেছ
শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয়
কেন আরও ভালবেসে যেতে পারে না হৃদয়



গানটার মধ্যে মন খারাপ করা একটা ব্যাপার আছে, তাই না? আগে গানগুলোর কথাগুলো এভাবে জীবনের এক একটা মানে হয়ে যেত না। আগে বুঝতাম না গানটার নিগুঢ় মানে। এখন বুঝি- নিজে তো কবিতা লিখতে পারি না- তাই এই সব গানের কথা কাজে লাগাই।

No comments :

Post a Comment