Social Icons

s

Pages

আজ এই ঝড়ো হাওয়ায়

আজ এই ঝড়ো হাওয়ায়
উড়িয়ে দিতে চাই,
আমার মনের সব
ধূলিময় কষ্ট গুলো কে।
যেমনি করে উড়ে যাচ্ছে
খড়কুটো আর ঝরাপাতা,
তেমনি ভাবে আমার
কষ্টের পাতারা ঝরে যাবে,
উড়ে চলে যাবে
দূর থেকে বহু দূরে,

No comments :

Post a Comment