Social Icons

s

Pages

জানিনা কেন এমন লাগে

জানিনা কেন এমন লাগে
সূর্যের প্রথম কিরণে তোমায় দেখতে ইচ্ছা হয়,
প্রখর রোদে তোমার তৃষ্ণার জল হতে ইচ্ছা হয়,

কিংবা ঝড়ো-বৃষ্টিতে তোমার হাত ধরে
কোনো আশ্রয় খুঁজতে, ছুটতে ইচ্ছা হয়, একেই কি প্রেম বলে ?

ভালোবাসা বলে ?

No comments :

Post a Comment