জানিনা কেন এমন লাগে সূর্যের প্রথম কিরণে তোমায় দেখতে ইচ্ছা হয়, প্রখর রোদে তোমার তৃষ্ণার জল হতে ইচ্ছা হয়, কিংবা ঝড়ো-বৃষ্টিতে তোমার হাত ধরে কোনো আশ্রয় খুঁজতে, ছুটতে ইচ্ছা হয়, একেই কি প্রেম বলে ?
আমি যদি এই পৃথিবী ছেড়ে চলে যাই, তুমি হয়তো সেদিন আমাকে ভুলে যাবে। কিন্তু ঐ আকাশের তারা গুলো আমাকে মনে রাখবে। কারণ, তারা গুলো আমার বন্ধু। ঐ তারা গুলো দেখেছে আমার চোখের জল, আমার বুকের আর্তনাদ। তুমি হৃদয় দিয়ে প্রশ্ন করো তারা গুলোকে, তারা গুলো বলবে, 'আমি তোমাকে কতটুকু ভালবাসতাম
No comments :
Post a Comment