Social Icons

s

Pages

কিছু মানুষ

কিছু মানুষ জীবনে হঠাৎ করে আসে আবার হঠাৎ করেই হারিয়েও যায়।
শুধু দিয়ে যায় না ভুলতে পারা কিছু সময় আর কিছু স্মৃতি।
এই ধরনের বন্ধুরা কেন ই বা জীবনে আসে আবার কেন ই বা চলে যায় জীবন থেকে অনেক দূরে।
কেন এরা দিয়ে যায় কখনো মিষ্টি বেদনা কখনো বা কিছু অনুশোচনা যা বয়ে বেড়াতে হয় সারাটি জীবন।
 



No comments :

Post a Comment