Social Icons

s

Pages

প্রিয় গাধী

প্রিয় গাধী ...
আমার সবকিছুতে কেন তুই থাকিস
তা আমি কখনোই বুঝতে পারি না ! তুই কেন
সবসময় আমার সাথে থাকিস ?
ফোনের পাসওয়ার্ড থেকে শুরু করে আমার
জীবনের প্রত্যেকটা অংশে তুই কোন


না কোনভাবে জড়িয়ে আছিস । আমার সকাল
শুরু হয় তোকে ভেবে আর রাতে চোখ বন্ধ
করি তোকে দেখে ।
আমি জানি আমি তোকে ভালবাসি কিন্তু
আমি এটাও জানি এই ভালবাসার কোন মূল্য
নেই ! জীবনের কঠিন বাস্তবতার
সামনে আমার হাত-পা বাঁধা ,
আমি চাইলে ও তোকে কোনদিন
পাবো না ......
এইজন্য আগে থেকেই দূরে সরে গেছি , অনেক
দূরে ! আস্তে আস্তে আরো দূরে সরে যাব ,
একসময় তোর জীবন থেকে হারিয়ে যাব ।
আমাকে নিয়ে কখনো ভাবিস না ,
আমি ভালো থাকবো । এই ভেবে কখনো কষ্ট
পাস না , যে আমি কষ্টে আছি ......
তুই অনেক ভালো একটা মেয়ে এটা হয়তো তুই
নিজেও জানিস না । তোর সুন্দর
মনটা দেখে হয়তো আমি তোর
প্রেমে পড়েছিলাম , তোর
চেহারা দেখে নয় ।
এখনো মাঝে মাঝে অবাক হয়ে ভাবি ,
একটা মেয়ে কিভাবে এত সহজ-সরল হয় ?
তোকে অনেক কথা বলার ছিল কিন্তু কিছুই
বলা হল না ! জীবনে এমন কাউকে খুঁজে নিস
যে শত বিপদেও তোর পাশে থাকবে। সবসময়
ভালো থাকিস ......

No comments :

Post a Comment