সপ্ন যদি ভেঙে যাওয়ার জন্যই হয়ে থাকে তবে আর সপ্ন দেখবনা। আমার গন্তব্য এখন আর তোমার দিকে নয়, ইট পাথরের এই পৃথিবীতে ভাঙ্গা হৃদয়টা নিয়ে বেঁচে থাকার বাসনাই এখন আমার একমাত্র গন্তব্য
আমি যদি এই পৃথিবী ছেড়ে চলে যাই, তুমি হয়তো সেদিন আমাকে ভুলে যাবে। কিন্তু ঐ আকাশের তারা গুলো আমাকে মনে রাখবে। কারণ, তারা গুলো আমার বন্ধু। ঐ তারা গুলো দেখেছে আমার চোখের জল, আমার বুকের আর্তনাদ। তুমি হৃদয় দিয়ে প্রশ্ন করো তারা গুলোকে, তারা গুলো বলবে, 'আমি তোমাকে কতটুকু ভালবাসতাম
No comments :
Post a Comment