তোমার জন্য আমার ভালোবাসা ছিল আকাশের চাইতেও বিশাল,
কিন্তু তোমার কাছে শিশিরকণা টুকুও পাইনি।
ভালবাসতে বাসতে আমি শেষ সীমানায় পৌঁছে গেছি,
আর তুমি পথে নেমেই ক্লান্ত হয়ে গেছো।
আর কিছু না পারি অন্তত তোমাকে সুখে রাখতে চেয়েছিলাম,
আর তুমি প্রতিদানে শুধু কষ্টই দিয়েছো।
অপমান, অবহেলা আর অনাদরে এই হৃদয় যখন বিধ্বস্ত,
তখনই হঠাৎ দমকা হাওয়ার মতো তুমি জানালে চিরবিদায়।
শত কষ্টের মাঝেও আমি হাসি মুখে তোমার সিদ্ধান্তকে অভিবাদন জানালাম,
একবারও কি আমার চোখের দিকে তাকিয়ে দেখেছিলে তুমি?
শুনেছিলে আমার বুকফাটা আর্তনাদ?
জানি পারবেনা কারণ আমার পৃথিবী ছিলে শুধুই তুমি,
কিন্তু তোমার পৃথিবীর কোথাও ছিলামনা আমি।
কিন্তু তোমার কাছে শিশিরকণা টুকুও পাইনি।
ভালবাসতে বাসতে আমি শেষ সীমানায় পৌঁছে গেছি,
আর তুমি পথে নেমেই ক্লান্ত হয়ে গেছো।
আর কিছু না পারি অন্তত তোমাকে সুখে রাখতে চেয়েছিলাম,
আর তুমি প্রতিদানে শুধু কষ্টই দিয়েছো।
অপমান, অবহেলা আর অনাদরে এই হৃদয় যখন বিধ্বস্ত,
তখনই হঠাৎ দমকা হাওয়ার মতো তুমি জানালে চিরবিদায়।
শত কষ্টের মাঝেও আমি হাসি মুখে তোমার সিদ্ধান্তকে অভিবাদন জানালাম,
একবারও কি আমার চোখের দিকে তাকিয়ে দেখেছিলে তুমি?
শুনেছিলে আমার বুকফাটা আর্তনাদ?
জানি পারবেনা কারণ আমার পৃথিবী ছিলে শুধুই তুমি,
কিন্তু তোমার পৃথিবীর কোথাও ছিলামনা আমি।
No comments :
Post a Comment