Social Icons

s

Pages

ভালোবাসতে পারবেনা ভালো কথা

ভালোবাসতে পারবেনা ভালো কথা,
নিজের ভালো বুঝতে পেরে চলে যেতে চাও?
যেতে পারো কখনো আটকাবো না।
কারন,তোমার ভালোই তো তোমার সুখ,
আর তোমার সুখইতো আমার সুখ।
তবে যাওয়ার আগে শুধু নিজেকে
দ্বোষী বানিয়ে যেও না,
তোমাকে ভালোবাসি,
তাই তোমাকে দ্বোষী ভাবতে পারবো না।
আমি নিজেকে অবিশ্বাস করতে রাজি আছি,
আমার ভালোবাসাকে না।
যাওয়ার আগে মিথ্যা করে হলেও,
আমাকে দ্বোষী করে যাও,
কিছু অপবাদ দিয়ে যাও।
যেন বাকিটা জীবন সে অপবাদ গুলোকে
আকড়ে ধরে বাঁচতে পারি।
নিজেকে যেন বঝেতে পারি,
আমার ভালোবাসার কোনো ভুল ছিলো না,
সব ভুল আমার, সব দ্বোষ আমার।
এখনো ভালোবাসি তোমাকে আগের মতোই

No comments :

Post a Comment