Social Icons

s

Pages

Featured Posts

ভালোবাসার অনুভূতি

ভালোবাসার অনুভূতি কোথায়? বুকের মধ্যখানে নাকি মাথার পেছনের অংশে? যেখানেই হোক, এটা এমন এক অনুভূতি, যা আপনাকে সারাক্ষণ অন্যরকম এক চেতনায় আবিষ্ট রাখবে এবং এটা অনেকটা ব্যাখ্যার অতীত। ভালোবাসা নাকি বোকাকে চালাক আর চালাককে বোকা বানিয়ে ফেলে। ব্যাপারটা যদি সত্যি না হয়ে স্রেফ কথার কথাও হয়, তবু মনে হয় পুরোপুরি বাজে কথা নয়। আসলে ভালোবাসার সেই অন্যরকম চেতনা একজন মানুষের মনকে কিছুটা হলেও আলগা করে দেয় তার পারিপার্শ্বিকতা থেকে। উদাসীনতাই তার চরিত্রের অন্যতম বহিঃপ্রকাশ হয়ে দাঁড়ায়।

জীবনের গতি

সবই আমি করিতে শিখেছি তোমায় ছাড়া, জীবনের গতি থেমে থাকেনি শুধু তোমায় ভুলিতে পারিনি। সবকিছুই চলছে জীবনের গতিতে, শুধু বার বার ছোঁয়া লাগে তোমারই ছায়াতে। তাই আমি কর্মে সফল, মনে ব্যার্থ।

তোমাকে আরও


তোমাকে আরও পেতে ইচ্ছে করে। 
এত অল্পতে মন ভরে না। 
অনেক কাজ, অনেক ব্যস্ততা। 
কিন্তু তবুও তোমাকে চাই।

তোমার কথা


তোমার কথা ভেবে আজ ও কাঠে সারাটা দিন
তোমার ভালোবাসার কাছে সবি আজও অমলিন ।জানো আমি কেমন 

আছি?তোমার গভীর ভালোবাসায় আজ ও ডুবে রয়েছি।











আমি এতো যে তোমায় ভালবেসেছি

আমি এতো যে তোমায় ভালবেসেছি
তবু মনে হয় এ যেন গো কিছু নয়...
কেন আরও ভালবেসে যেতে পারে না হৃদয়

তোমার কাজল চোখে যে গভীর ছায়া কেঁপে ওঠে ঐ
তোমার অধরে ওগো যে হাসির মধুমায়া ফোটে ঐ
তারা এই অভিমান বোঝেনা আমার
বলে তুমি তো আমায় ভালবেসেছ
শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয়
কেন আরও ভালবেসে যেতে পারে না হৃদয়

তোমায়

তোমায় ভালোবাসা টা ছিল, মাটির উপর মাটি দিয়ে নাম লেখার মতোই সহজ…
আর তোমায় ভুলে যাওয়া টা হবে, পানির উপর পানি দিয়ে নাম লেখার মতোই কঠিন।।
তবুও বলবো , যেখানেই থাকো ভালো থেকো…
পৃথিবীর সব সুখ তোমার হোক…
পৃথিবীর সব ভালোবাসা পুর-নোতা পাক…

আচ্ছা বল তো

আচ্ছা বল তো চোখ বন্ধ করলে কেন তোমাকে দেখি কেন তুমি বার বার আমার সামনে আসে দাড়াও আর আমার চোখে চোখ রেখে বল তোমাকে আগের চেয়ে অনেক বেশি ভালবাসি আর তখনই আমার চোখ খুলে যাই আর তোমার সব ভুল গুলো ক্ষমা করেদি { মনে হই এরই মান ভালবাসা } হৃদয়ের তন্ত্রী