Social Icons

s

Pages

পৃথিবীর সব

পৃথিবীর সব সুখ এনে দিবো তোমায় ,
শুধু তোমার সব দুঃখ ভাগাভাগি করে দিয়ো আমায়।
বলবো না তোমায় কাঁদাবো না ,
শুধু তোমার অশ্রুজল মুছে দেওয়ার সুযোগ দিয়ো।
বলবো না তোমায় ছেড়ে থাকতে পারবো না ,
শুধু তোমার পাশে থেকে ভালবাসার সুযোগ দিয়ো
শুধু একটা কথাই বলার তুমি যেওনা ভুলে আমাকে ..
আমি এখনো ভালবাসি শুধুই তোমাকে ღღ

No comments :

Post a Comment