Social Icons

s

Pages

আজ আমার

আজ আমার কোনো কথাই আর
তোমার মন পর্যন্ত পৌঁছায় না। আজ আমার
কথাগুলো কি সুন্দরভাবে এড়িয়ে যাও
তুমি। আজ আমার কথাগুলো তোমার
মনে দাগ কাটে না। আমার
ভালোবাসা তোমাকে আর স্বপ্ন
দেখায় না। এক সময় তুমিই বারবার বলতে,
একসময় নাকি তুমি আমার


কাছে পুরনো হয়ে যাবে আর
আমি তোমাকে ততোটা ভালোবাসবো না।
আর আজ তুমিই আমাকে আর
ভালোবাসো না, অথচ আমি তবুও তোমাকে ভালোবেসে যাই।
তাহলে কি আমার অনুভূতিটাই ঠিক
ছিল?
তুমি মিথ্যে বলেছো এটাও
যে মানতে পারি না।

No comments :

Post a Comment