skip to main
|
skip to sidebar
সুখেই আছ ভালোই আছ
সুখেই আছ ভালোই আছ
পুরোনো কথা ভুলে গেছ,
সুখে নেই ভালো নেই
অপরাধী যে আমি নই।
কবে কখন চলে গেছ
স্মৃতিগুলো রেখে গেছ,
জীবনের কাঁটা চলছে বলে
তুমি আছ হৃদয় জুড়ে।
থামবে জীবন দমকা হাওয়ায়
মিশে যাব তারার মেলায়,
জলবো আমি সবার মাঝে
পাবে নাকো আমায় খুঁজে।
সুখে থেকো ভালো থেকো
স্মৃতিগুলো মুছে ফেলো।
No comments :
Post a Comment