মন পাখি তুই থাকরে বন্ধি আমার মনের ঘরে তোর জন্য কত ভালবাসা রেখেছি এই অন্তরে বুঝতি যদি দেখতি আমায় করতি অনেক মায়া ভালবাসার পাখা মেলে করতি অনেক খেলা দেখে যারে তুই দেখে যা মনের ঘরে এসে যা রাখবো তোরে যতন করে সারা জীবন এই অন্তরে।
আমি যদি এই পৃথিবী ছেড়ে চলে যাই, তুমি হয়তো সেদিন আমাকে ভুলে যাবে। কিন্তু ঐ আকাশের তারা গুলো আমাকে মনে রাখবে। কারণ, তারা গুলো আমার বন্ধু। ঐ তারা গুলো দেখেছে আমার চোখের জল, আমার বুকের আর্তনাদ। তুমি হৃদয় দিয়ে প্রশ্ন করো তারা গুলোকে, তারা গুলো বলবে, 'আমি তোমাকে কতটুকু ভালবাসতাম
No comments :
Post a Comment