Social Icons

s

Pages

কেনো কষ্ট পাবে তার জন্য

কেনো কষ্ট পাবে তার জন্য ?
যে তোমার কষ্ট আরো বাড়িয়ে দিচ্ছে তার জন্য ?
কেনো চোখের জল ফেলবে ?
যে তোমার কান্না দেখেই হাসতে জানে তার জন্য কাদবে তুমি ?
তার সুখ দেখে তোমার কষ্ট হয় বলে ফেসবুকে ছেড়ে যাচ্ছো ?
কেন এসব করছো ?
সে কষ্ট দিয়ে সুখ পায় এটা তোমার জানা নেই ?
উড়তে দাও তাকে শূন্য আকাশে ।
যেদিন পাখা ভেঙ্গে দুমড়ে পড়বে মাটিতে সেই দিন পাশে দাড়িয়ে আলতো করে বুকে টেনে নিও ।


তখন সে বুঝবে আসলেই তুমিই ছিলে সত্যিকার একজন 


অযথা নিজেকে গুছিয়ে নিওনা অন্যের কারনে ।
আশায় থাকো তার জন্য যদিও বা আশা সে তো মরিচীকা ।
তবুও এটাই যে সত্যিকার ভালবাসার ধর্ম ।

No comments :

Post a Comment