Social Icons

s

Pages

হয়তো তুমি বাসবে ভালো

হয়তো তুমি বাসবে ভালো
কিন্তু আমি থাকবো না,
শান্ত হয়ে ঘুমিয়ে যাবো
আর কোনোদিন জাগবো না ।
ভালোবাসার আজুহাতে 
তোমায় কাছে ডাকবো না,
আর কোনোদিন গোলাপ হাতে
দাড়িয়ে আমি থাকবো না ।

No comments :

Post a Comment