শুধু তোমাকে ভেবে নির্ঘুম রাত গুলো কেটে যায় , রাতের নীরবতা আর কষ্টের তীব্রতায় মাঝে মাঝে এ চোখ ভিজে যায় । জানি না এ কেমন কষ্ট , বোঝাতে পারিনা নিজের অজান্তে নিজেকে এক পরাজিত মানুষ মনে হয় ।
আমি যদি এই পৃথিবী ছেড়ে চলে যাই, তুমি হয়তো সেদিন আমাকে ভুলে যাবে। কিন্তু ঐ আকাশের তারা গুলো আমাকে মনে রাখবে। কারণ, তারা গুলো আমার বন্ধু। ঐ তারা গুলো দেখেছে আমার চোখের জল, আমার বুকের আর্তনাদ। তুমি হৃদয় দিয়ে প্রশ্ন করো তারা গুলোকে, তারা গুলো বলবে, 'আমি তোমাকে কতটুকু ভালবাসতাম
No comments :
Post a Comment