বিদায়ের রাতে আকাশ অনেক কালো ছিল
গুমোঠ কালো মেঘে ছিল ঢাকা!
দমকা হাওয়া বার বার এসে ভিড়িয়ে দিচ্ছিল
দক্ষিণের জানালাটা।
বৃষ্টির ঝাঁপটা এসে ধুয়ে দিচ্ছিল অশ্রুজল।
তাই আমার কান্না তুমি দেখনি।
দেখেছ শুধু অভিমান।
আমি শুনেছি তুমিও নাকি অনেক কেঁদেছ।
বার বার আমার নাম ধরে ডেকেছ।
তবু আমি ফিরে আসি নি।
আমি যে ফিরে আসতে পারি নি।
বলতে পারি নি তোমায় ভালোবাসি!
কোন এক অজানা আত্মাভিমান
আমায় আকড়ে রেখেছিল।
তাই অতৃপ্ত বেদনা নিয়ে অজানার পথে পাড়ি দিয়েছি।
না বলা অনেক কথা ছিল।
জানি আর কোন দিন বলা হবে না।
কোন দিন ভেজা হবে না ভালোবাসার ওই ঝর্ণা ধারায়।
অমন আবেগাপ্লুত সন্ধ্যা আর আসবে না।
আসবে না নয়নাভিরাম মিষ্টি বিকেল।
শুধু দু'চোখে জল আসবে জানি।
ঝরে পড়বে সবার অগোচরে।
তুমি জানবে না কোন দিন।
গুমোঠ কালো মেঘে ছিল ঢাকা!
দমকা হাওয়া বার বার এসে ভিড়িয়ে দিচ্ছিল
দক্ষিণের জানালাটা।
বৃষ্টির ঝাঁপটা এসে ধুয়ে দিচ্ছিল অশ্রুজল।
তাই আমার কান্না তুমি দেখনি।
দেখেছ শুধু অভিমান।
আমি শুনেছি তুমিও নাকি অনেক কেঁদেছ।
বার বার আমার নাম ধরে ডেকেছ।
তবু আমি ফিরে আসি নি।
আমি যে ফিরে আসতে পারি নি।
বলতে পারি নি তোমায় ভালোবাসি!
কোন এক অজানা আত্মাভিমান
আমায় আকড়ে রেখেছিল।
তাই অতৃপ্ত বেদনা নিয়ে অজানার পথে পাড়ি দিয়েছি।
না বলা অনেক কথা ছিল।
জানি আর কোন দিন বলা হবে না।
কোন দিন ভেজা হবে না ভালোবাসার ওই ঝর্ণা ধারায়।
অমন আবেগাপ্লুত সন্ধ্যা আর আসবে না।
আসবে না নয়নাভিরাম মিষ্টি বিকেল।
শুধু দু'চোখে জল আসবে জানি।
ঝরে পড়বে সবার অগোচরে।
তুমি জানবে না কোন দিন।
No comments :
Post a Comment