Social Icons

s

Pages

অতীতকে যদি

অতীতকে যদি কোনদিন ভুলে যেতে চাও
যদি মুছে ফেলতে চাও জমে থাকা সব কষ্ট ,
তবে তুমি আমাকে ভুলে যেও
তবে তুমি আমাকে মুছে ফেলো |
যদি আমায় ভেবে চোঁখে জল আসে
যদি আমার দেয়া স্মৃতি তোমায় ভীষণ পোড়ায়,
তবে হৃদয় কান্ভাসে আমার আঁকা ছবিগুলোই কালো রং দিও
তবে আমার দেয়া স্মৃতিগুলোয় আগুন দিও |
যদি পথ চলতে গিয়ে আমার ছায়ায় পিছলে যাও
যদি আমায় না চাওয়ার সর্তেও
বার বার তোমার সামনে এসে দাঁড়াই ,
তবে আমায় মন ভরে গালি দিও
তবে আমায় গৃন্না চোখের চাহনি দিও|
যদি কোনো দিন বিপদে আসে
যদি কোনদিন দিশেহারা হও ,
সেদিন যদি মনে হয়,আমায় ডাকিও
কিছুই চাইব না


শুধু নিঃশর্ত একগুচ্ছ ভালবাসা নিও 


আর যদি চাও
পরিশেষে আমার ভালবাসার সমাধি দিও

No comments :

Post a Comment