স্মৃতিরা সুখ নয় কষ্ট ধরে রাখে।
মানুষ কেঁদে যায় সুখের আশায়।
ডেকে আনে কষ্ট।
টাকা পয়সা থাকলেই সুখ হয় না ।
সুখী হতে শিখতে হয়।
আর সুখি হতে লাগে একটা হাত।
ভালোবাসার একটা হাত।
শত কষ্ট যার হাতে হাত রেখে ভুলে থাকা যায়।
যে হতে পারে তোমার প্রতিবিম্ব।
তোমার ছায়া।
আজ পর্যন্ত অপেক্ষা করে আছি,
কেউ বাড়ায়নি এমন হাত।
কেউ কি সত্যি পায়
সেই ভালোবাসার দেখা ?
মানুষ কেঁদে যায় সুখের আশায়।
ডেকে আনে কষ্ট।
টাকা পয়সা থাকলেই সুখ হয় না ।
সুখী হতে শিখতে হয়।
আর সুখি হতে লাগে একটা হাত।
ভালোবাসার একটা হাত।
শত কষ্ট যার হাতে হাত রেখে ভুলে থাকা যায়।
যে হতে পারে তোমার প্রতিবিম্ব।
তোমার ছায়া।
আজ পর্যন্ত অপেক্ষা করে আছি,
কেউ বাড়ায়নি এমন হাত।
কেউ কি সত্যি পায়
সেই ভালোবাসার দেখা ?
No comments :
Post a Comment